মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমার বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে নাফ নদে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন অপর এক জেলে। গতকাল সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জেলের নাম নুরুল আমীন (২৬)। তিনি পৌরসভার চৌধুরীপাড়া এলাকার কবীর আহমেদের ছেলে। গুলিবিদ্ধ অপর জেলে একই এলাকার সোনা মিয়ার ছেলে মর্তুজা (২৪)। ফিরে আসা অপর এক জেলে নূর হাকিম বলেন, ‘ভোরে ছোট্ট ট্রলারে করে টেকনাফের সীমান্তবর্তী নাফ নদের মাঝখানে নুরুল আমীন, মর্তুজা ও আমি মাছ শিকার করছিলাম। এ সময় বিজিপি আমাদের ধাওয়া দেয়। পরে সকাল ৮টার দিকে বাংলাদেশ সীমান্তে এসে তারা আমাদের বোট লক্ষ্য করে গুলি করে। এতে আমার সঙ্গী দুজন গুলিবিদ্ধ হন। আমি তীরে এসে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজনকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।’ টেকনাফ বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, এ বিষয়ে মিয়ানমারের বিজিপি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের দাবি, বাংলাদেশি জেলেরা মিয়ানমার সীমান্তে গেলে তাদের থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। তিনি বলেন, জেলেদের ওপর গুলিবর্ষণ করে বিজিপি সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তাদের কাছে প্রতিবাদলিপি পাঠানো হবে।

সর্বশেষ খবর