ভালোবাসার বিমূর্ত প্রতীক হয়ে গ্যালারির স্ট্যান্ডে বসে আছে অ্যালুমিনিয়ামের তৈরি সুখী দম্পতি। আর ‘কাপল’ নামের সেই শিল্পকর্মটিকে গভীর মনোযোগের সঙ্গে দেখছে শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা। কখনো সেই শিল্পের সামনে বসে বা দাঁড়িয়ে সেলফিতে নিজেদের বন্দী করার মাধ্যমে শিল্পের প্রতি অনুরাগ ফুটিয়ে তুলছিলেন শিল্পের সমজদাররা। আবার কখনো সেই শিল্প ছুঁয়ে দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে ‘কালারস : রিফ্লেকশন অব লাইফ’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনীর পঞ্চম দিন গতকাল এমন চিত্রই লক্ষ্য করা গেছে। শিল্পের টানেই রাজধানীর দূর-দূরান্ত থেকে এই প্রদর্শনীতে ছুটে এসেছিলেন শিল্পানুরাগীরা। আবার অনেকে বসন্তের উচ্ছ্বাসে দলবদ্ধভাবে এসেও শিল্পের প্রতি নিজেদের মমত্ববোধ তুলে ধরেছিলেন। রাজধানীর রামপুরা থেকে প্রদর্শনীতে আগত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৈয়দা লিনডা তমা জানান, যেখানেই শিল্পকর্মের প্রদর্শনী চলে সেখানেই তিনি ছুটে যান। চিত্রকর্ম ও শিল্পকর্মের প্রতি তার গভীর অনুরাগের কারণে দেশের বিখ্যাত অনেক শিল্পীর শিল্পকর্ম নিজের কালেকশনে রেখেছেন বলেও জানান এই তরুণী। অ্যালুমিনিয়াম, অ্যাক্রেলিক, সুইসুতা, কাঠের, টেরাকোটা বিভিন্ন মাধ্যমে তৈরি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। নান্দনিকতা ও সৃজনশীলতার উৎকর্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিগতভাবে সপরিবারে প্রদর্শনীস্থলে ছুটে আসছেন শিল্পের পূজারীরা। ১৪ নারী শিল্পীর ৩৮টি শিল্পকর্ম নিয়ে গত ৯ ফেব্রুয়ারি শুরু হয় এই প্রদর্শনী। দলীয় এই প্রদর্শনীর শিল্পীরা হলেন : ফারহানা আফরোজ বাপ্পী, ফারজানা ইসলাম মিল্কী, কানিজ সোহানী ইসলাম, মনিদিপা দাসগুপ্ত, মুক্তি ভৌমিক, মর্জিয়া সুমি, মনিকা সুলতানা মুক্তা, শায়লা আখতার, নিশাত চৌধুরী জুঁই, মোর্শেদা হক বকুল, রেহানা ইসলাম শিলা, রেবেকা সুলতানা, রিফাত জাহান কান্তা ও সুকন্যা আয়িন। কাল ১৫ ফেব্রুয়ারি শেষ হবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী।
শিরোনাম
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
১৪ নারীর শিল্পকর্ম নিয়ে ‘কালারস : রিফ্লেকশন অব লাইফ’
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর