ভালোবাসার বিমূর্ত প্রতীক হয়ে গ্যালারির স্ট্যান্ডে বসে আছে অ্যালুমিনিয়ামের তৈরি সুখী দম্পতি। আর ‘কাপল’ নামের সেই শিল্পকর্মটিকে গভীর মনোযোগের সঙ্গে দেখছে শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা। কখনো সেই শিল্পের সামনে বসে বা দাঁড়িয়ে সেলফিতে নিজেদের বন্দী করার মাধ্যমে শিল্পের প্রতি অনুরাগ ফুটিয়ে তুলছিলেন শিল্পের সমজদাররা। আবার কখনো সেই শিল্প ছুঁয়ে দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে ‘কালারস : রিফ্লেকশন অব লাইফ’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনীর পঞ্চম দিন গতকাল এমন চিত্রই লক্ষ্য করা গেছে। শিল্পের টানেই রাজধানীর দূর-দূরান্ত থেকে এই প্রদর্শনীতে ছুটে এসেছিলেন শিল্পানুরাগীরা। আবার অনেকে বসন্তের উচ্ছ্বাসে দলবদ্ধভাবে এসেও শিল্পের প্রতি নিজেদের মমত্ববোধ তুলে ধরেছিলেন। রাজধানীর রামপুরা থেকে প্রদর্শনীতে আগত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৈয়দা লিনডা তমা জানান, যেখানেই শিল্পকর্মের প্রদর্শনী চলে সেখানেই তিনি ছুটে যান। চিত্রকর্ম ও শিল্পকর্মের প্রতি তার গভীর অনুরাগের কারণে দেশের বিখ্যাত অনেক শিল্পীর শিল্পকর্ম নিজের কালেকশনে রেখেছেন বলেও জানান এই তরুণী। অ্যালুমিনিয়াম, অ্যাক্রেলিক, সুইসুতা, কাঠের, টেরাকোটা বিভিন্ন মাধ্যমে তৈরি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। নান্দনিকতা ও সৃজনশীলতার উৎকর্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিগতভাবে সপরিবারে প্রদর্শনীস্থলে ছুটে আসছেন শিল্পের পূজারীরা। ১৪ নারী শিল্পীর ৩৮টি শিল্পকর্ম নিয়ে গত ৯ ফেব্রুয়ারি শুরু হয় এই প্রদর্শনী। দলীয় এই প্রদর্শনীর শিল্পীরা হলেন : ফারহানা আফরোজ বাপ্পী, ফারজানা ইসলাম মিল্কী, কানিজ সোহানী ইসলাম, মনিদিপা দাসগুপ্ত, মুক্তি ভৌমিক, মর্জিয়া সুমি, মনিকা সুলতানা মুক্তা, শায়লা আখতার, নিশাত চৌধুরী জুঁই, মোর্শেদা হক বকুল, রেহানা ইসলাম শিলা, রেবেকা সুলতানা, রিফাত জাহান কান্তা ও সুকন্যা আয়িন। কাল ১৫ ফেব্রুয়ারি শেষ হবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী।
শিরোনাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
১৪ নারীর শিল্পকর্ম নিয়ে ‘কালারস : রিফ্লেকশন অব লাইফ’
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর