ভালোবাসার বিমূর্ত প্রতীক হয়ে গ্যালারির স্ট্যান্ডে বসে আছে অ্যালুমিনিয়ামের তৈরি সুখী দম্পতি। আর ‘কাপল’ নামের সেই শিল্পকর্মটিকে গভীর মনোযোগের সঙ্গে দেখছে শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা। কখনো সেই শিল্পের সামনে বসে বা দাঁড়িয়ে সেলফিতে নিজেদের বন্দী করার মাধ্যমে শিল্পের প্রতি অনুরাগ ফুটিয়ে তুলছিলেন শিল্পের সমজদাররা। আবার কখনো সেই শিল্প ছুঁয়ে দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে ‘কালারস : রিফ্লেকশন অব লাইফ’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনীর পঞ্চম দিন গতকাল এমন চিত্রই লক্ষ্য করা গেছে। শিল্পের টানেই রাজধানীর দূর-দূরান্ত থেকে এই প্রদর্শনীতে ছুটে এসেছিলেন শিল্পানুরাগীরা। আবার অনেকে বসন্তের উচ্ছ্বাসে দলবদ্ধভাবে এসেও শিল্পের প্রতি নিজেদের মমত্ববোধ তুলে ধরেছিলেন। রাজধানীর রামপুরা থেকে প্রদর্শনীতে আগত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৈয়দা লিনডা তমা জানান, যেখানেই শিল্পকর্মের প্রদর্শনী চলে সেখানেই তিনি ছুটে যান। চিত্রকর্ম ও শিল্পকর্মের প্রতি তার গভীর অনুরাগের কারণে দেশের বিখ্যাত অনেক শিল্পীর শিল্পকর্ম নিজের কালেকশনে রেখেছেন বলেও জানান এই তরুণী। অ্যালুমিনিয়াম, অ্যাক্রেলিক, সুইসুতা, কাঠের, টেরাকোটা বিভিন্ন মাধ্যমে তৈরি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। নান্দনিকতা ও সৃজনশীলতার উৎকর্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিগতভাবে সপরিবারে প্রদর্শনীস্থলে ছুটে আসছেন শিল্পের পূজারীরা। ১৪ নারী শিল্পীর ৩৮টি শিল্পকর্ম নিয়ে গত ৯ ফেব্রুয়ারি শুরু হয় এই প্রদর্শনী। দলীয় এই প্রদর্শনীর শিল্পীরা হলেন : ফারহানা আফরোজ বাপ্পী, ফারজানা ইসলাম মিল্কী, কানিজ সোহানী ইসলাম, মনিদিপা দাসগুপ্ত, মুক্তি ভৌমিক, মর্জিয়া সুমি, মনিকা সুলতানা মুক্তা, শায়লা আখতার, নিশাত চৌধুরী জুঁই, মোর্শেদা হক বকুল, রেহানা ইসলাম শিলা, রেবেকা সুলতানা, রিফাত জাহান কান্তা ও সুকন্যা আয়িন। কাল ১৫ ফেব্রুয়ারি শেষ হবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
১৪ নারীর শিল্পকর্ম নিয়ে ‘কালারস : রিফ্লেকশন অব লাইফ’
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর