ভালোবাসার বিমূর্ত প্রতীক হয়ে গ্যালারির স্ট্যান্ডে বসে আছে অ্যালুমিনিয়ামের তৈরি সুখী দম্পতি। আর ‘কাপল’ নামের সেই শিল্পকর্মটিকে গভীর মনোযোগের সঙ্গে দেখছে শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা। কখনো সেই শিল্পের সামনে বসে বা দাঁড়িয়ে সেলফিতে নিজেদের বন্দী করার মাধ্যমে শিল্পের প্রতি অনুরাগ ফুটিয়ে তুলছিলেন শিল্পের সমজদাররা। আবার কখনো সেই শিল্প ছুঁয়ে দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে ‘কালারস : রিফ্লেকশন অব লাইফ’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনীর পঞ্চম দিন গতকাল এমন চিত্রই লক্ষ্য করা গেছে। শিল্পের টানেই রাজধানীর দূর-দূরান্ত থেকে এই প্রদর্শনীতে ছুটে এসেছিলেন শিল্পানুরাগীরা। আবার অনেকে বসন্তের উচ্ছ্বাসে দলবদ্ধভাবে এসেও শিল্পের প্রতি নিজেদের মমত্ববোধ তুলে ধরেছিলেন। রাজধানীর রামপুরা থেকে প্রদর্শনীতে আগত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৈয়দা লিনডা তমা জানান, যেখানেই শিল্পকর্মের প্রদর্শনী চলে সেখানেই তিনি ছুটে যান। চিত্রকর্ম ও শিল্পকর্মের প্রতি তার গভীর অনুরাগের কারণে দেশের বিখ্যাত অনেক শিল্পীর শিল্পকর্ম নিজের কালেকশনে রেখেছেন বলেও জানান এই তরুণী। অ্যালুমিনিয়াম, অ্যাক্রেলিক, সুইসুতা, কাঠের, টেরাকোটা বিভিন্ন মাধ্যমে তৈরি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। নান্দনিকতা ও সৃজনশীলতার উৎকর্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিগতভাবে সপরিবারে প্রদর্শনীস্থলে ছুটে আসছেন শিল্পের পূজারীরা। ১৪ নারী শিল্পীর ৩৮টি শিল্পকর্ম নিয়ে গত ৯ ফেব্রুয়ারি শুরু হয় এই প্রদর্শনী। দলীয় এই প্রদর্শনীর শিল্পীরা হলেন : ফারহানা আফরোজ বাপ্পী, ফারজানা ইসলাম মিল্কী, কানিজ সোহানী ইসলাম, মনিদিপা দাসগুপ্ত, মুক্তি ভৌমিক, মর্জিয়া সুমি, মনিকা সুলতানা মুক্তা, শায়লা আখতার, নিশাত চৌধুরী জুঁই, মোর্শেদা হক বকুল, রেহানা ইসলাম শিলা, রেবেকা সুলতানা, রিফাত জাহান কান্তা ও সুকন্যা আয়িন। কাল ১৫ ফেব্রুয়ারি শেষ হবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী।
শিরোনাম
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক