সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

উগ্রপন্থি ইসলামী সংগঠন আনসার আল ইসলামের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে আনসার আল ইসলামের নিষিদ্ধের কথা জানানো হয়। জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-২ এর উপসচিব মো. নায়েব আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, আনসার আল ইসলাম নামের জঙ্গি দল/সংগঠন ঘোষিত কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলার পরিপন্থী। সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিরুদ্ধে গত বছর জঙ্গি হামলা ও একাধিক লেখক-ব্লগার হত্যার অভিযোগ ওঠে। আনসার আল ইসলাম দাবি করে আসছিল, তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার ভাবাদর্শে উদ্বুদ্ধ এবং ওই সংগঠনের বাংলাদেশ শাখা। জঙ্গি হামলা এবং লেখক-ব্লগার হত্যার অভিযোগ ওঠার পর আনসার আল ইসলামকে নিষিদ্ধ করতে গত বছর শেষের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময়  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছিল, আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ হওয়ার পর এর সদস্যরা আনসার আল ইসলাম নামে তত্পরতা চালিয়ে আসছে। প্রসঙ্গত, জঙ্গি কার্যক্রমে জড়িত থাকায় ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও কয়েকটি জঙ্গি সংগঠনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করে। এগুলোর মধ্যে ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি শাহাদত-ই-আল হিকমা, ২০০৫ সালের সেপ্টেম্বরে হরকাতুল জিহাদ বাংলাদেশ, ২০০৫ সালের ১৭ অক্টোবর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহ্রীর এবং ২০১৫ সালের ২৫ মে আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর