রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

‘আনন্দ আলো’ পুরস্কার পেলেন মিলন আলী ইমাম ও সোহেল

নিজস্ব প্রতিবেদক

‘আনন্দ আলো’ পুরস্কার পেলেন মিলন আলী ইমাম ও সোহেল

বাংলাসাহিত্য অঙ্গনের শিশু সাহিত্যকে গুরুত্ব দেওয়ার প্রয়াসে ‘সাপ্তাহিক আনন্দ আলো’ গত বছরের মতো এবারও আয়োজন করেছে ‘এসিআই ফানকেক-আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার ২০১৭’। গতকাল চ্যানেল আই কার্যালয়ে তিনজন গুণী শিশু সাহিত্যিককে পুরস্কার প্রদান করা হয়। ‘রাত দুপুর’ গ্রন্থের জন্য শিশু সাহিত্যিক ইমদাদুল হক মিলন, শিশু সাহিত্যিক আলী ইমামকে ‘দ্বীপের নাম পায়রা’ এবং ছড়াকার সোহেল মল্লিককে ‘মজার ছড়া পঞ্চাশ ছড়া’ এর জন্য ক্রেস্ট ও অর্থমূল্য তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘শিশু সাহিত্য বাংলা সাহিত্যের বিকল্পধারা, আর সাহিত্যই জাতিকে নতুনভাবে পথ দেখাবে। তাই শিশু সাহিত্যকে গুরুত্ব সহকারে দেখতে হবে।

পুরস্কার হাতে ইমদাদুল হক মিলন বলেন, ‘এ পুরস্কার আমাকে উৎসাহিত করবে। আমার লেখালেখি শুরু ছোটদের গল্প দিয়ে। সাহিত্যের জায়গা এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিশু সাহিত্য সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ একটি শিশুর হাতে বই তুলে দেওয়া মানে তার জীবনে সোনার কাঠি তুলে দেওয়া।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাঁচ দশক ধরে শিশুদের নিয়ে লেখালেখি করা শিশু সাহিত্যিক আলী ইমাম বলেন, ‘একটা সময় ছিল শিশু সাহিত্যকে তুচ্ছ করে দেখা হত। আর এখন সাহিত্য অঙ্গনে শিশু সাহিত্য অনেকটা জায়গা করে নিয়েছে। ভবিষ্যতে আরও করবে বলে আশা করছি।’

সর্বশেষ খবর