সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

সম্পূরক শুল্ক কমানোর দাবি বিড়ি শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

‘সম্পূরক শুল্ক’ কমিয়ে প্রতি প্যাকেট বিড়ির দাম ১৪ থেকে ১০ টাকা করাসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঘোষিত বাজেটের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী এ দাবি জানান। তিনি বলেন, ‘বাজেটে বিড়ির ওপর অযৌক্তিকভাবে কম দামি সিগারেটের চেয়ে ৪ গুণ বেশি শুল্ক নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বিড়িতে ২৪.২০ শতাংশ বাড়ানো হয়, অন্যদিকে কম দামি সিগারেটে মাত্র ৫.৭১ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। বিড়ির সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে ৩৫ শতাংশ করা হয়েছে, অন্যদিকে বহুজাতিক কোম্পানির কম দামি ও বেশি দামি সিগারেটের সম্পূরক শুল্ক বাড়ানো হয়নি। তিনি আরও বলেন, সাবেক অর্থমন্ত্রী বিড়ি শিল্প বন্ধের জন্য সময় নির্ধারণ করেছেন ২০৩০ সাল আর সিগারেট শিল্প বন্ধের সময় দিয়েছেন ২০৪০ সাল পর্যন্ত। দেশীয় শিল্প হিসেবে বিড়ি শিল্পের ওপর এ ধরনের করারোপ অমানবিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহ-সম্পাদক প্রণব দেবনাথ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর