সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নর্থ সাউথে বসন্তবরণ

নিজস্ব প্রতিবেদক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শোভাযাত্রা, বাউল গান, নাচ, সার্কাস, মেলা ও যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় ঢাকঢোল, বাঁশি আর এক তারার সুরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে অতিথিরা বসন্ত উৎসব উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে এ কে এম এনামুল হক শামীম বলেন, বসন্তকে নিয়ে আসতে হবে নিজের জন্য, সবার জন্য, দেশের জন্য। বাঙালি সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব ব্যাপক।

বেনজীর আহমেদ বলেন, আমরা বাঙালি সংস্কৃতির সব ধরনের পার্বণ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করে থাকি। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, বসন্তের ফুলের পাপড়ির মতো সবার মন বিকশিত হোক এ কামনা করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর