বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

তামাক কোম্পানির সুযোগ প্রত্যাহার দাবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ধূমপানের কারণে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশে দুটি বহুজাতিক তামাক কোম্পানিকে সিগারেট উৎপাদন, বিপণন ও তামাকপাতা কেনা অব্যাহত রাখার সুযোগ দেওয়ায় তামাকবিরোধী ২০টি সংগঠন ক্ষুব্ধ। তারা বলেছে, শিল্প মন্ত্রণালয়ের এই জনস্বাস্থ্যবিরোধী পদক্ষেপ জনমনে হতাশা সৃষ্টি করতে বাধ্য। প্রদত্ত সুযোগ অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে তামাকবিরোধী সংগঠন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, বিসিসিপি, এসিডি, ইপসা, এইড ফাউন্ডেশন, বাংলাদেশ তামাকবিরোধী জোট, বিএনটিটিপি, বিটা, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, নাটাব, প্রত্যাশা, টিসিআরসি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, উফাত, তাবিনাজ, ভয়েস, ডব্লিউবিবি ট্রাস্ট, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা এবং প্রজ্ঞা। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর