রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
মতবিনিময় সভায় বক্তারা

খুন ধর্ষণ ঘুষ দুর্নীতি হানাহানিসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

খুন, ধর্ষণ, ঘুষ, দুর্নীতি-হানাহানির মতো নানা অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ ক্রমে অসহিষ্ণু হয়ে উঠছে।  সমাজ জীবনে নেমে আসছে নৈরাজ্য আর অস্থিরতা। মানুষ এক ধরনের অনিশ্চয়তা আর হতাশার মাঝ দিয়ে দিনাতিপাত করছে। ক্রমেই আমরা পেছনের  দিকে ফিরে যাচ্ছি। এ অবস্থা থেকে মুক্তির জন্য আলোর প্রয়োজন। জাতীয় লেখক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি মুফতি জহির ইবনে মুসলিমের সভাপতিত্বে ও মাওলানা আবদুল গাফ্ফারের  সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা লিয়াকত আলী, আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, গাজী আতাউর রহমান, মাওলানা যুবায়ের আহমদ আশরাফ, মাও আহমদ আলী কাসেমী, ড. মাও. শহীদুল  ইসলাম ফারুকী, সৈয়দ শামছুল হুদা. মুফতি শায়খ উসমান গনি, মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ।

বক্তারা আরও বলেন, আদর্শ মানুষ গঠনে প্রয়োজন সুস্থ-সৃজনশীল সাহিত্য। নৈতিকতা সম্পন্ন ও সহনশীল মানুষ তৈরিতে সৃজনশীল সাহিত্যের ভূমিকা অনস্বীকার্য। একজন  প্রকৃত লেখক পারে আলোকিত মানুষ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। এ লক্ষ্যকে সামনে রেখেই জাতীয় লেখক পরিষদের পথচলা।

সর্বশেষ খবর