সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপে দফায় দফায় গোলাগুলি একজন নিহত

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপে দফায় দফায় গোলাগুলির ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ক্যাম্পের অভ্যন্তরে চাঁদাবাজি, ইয়াবা ও আধিপত্য বিস্তার নিয়ে সালমান শাহ গ্রুপ ও পুতিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত জুবাইয়ের (২১) নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের দিল মোহাম্মদের ছেলে ও সালমান শাহ গ্রুপের সদস্য। একই ব্লকের বাসিন্দা শাহ আহমদের ছেলে মো. জলিল ওরফে সুনিয়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

কক্সবাজার ১৬ আমর্ড ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত ১১ টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে সক্রিয় থাকা ছৈয়দ হোছন প্রকাশ পুতিয়া গ্রুপের লোকজন এসে সি-ব্লকের শেড নং-৮৮৫, এমআরসি নং-৩৫৬৫৫ এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে জুবায়েরকে তুলে পার্শ্ববর্তী এলাকায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। এই ঘটনার খবর পেয়ে সালমান শাহ গ্রুপের লোকজন প্রতিশোধ নিতে শনিবার ভোররাতে একই ব্লকের শেড নং-৮৬৪/৬, এমআরসি নং-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের ছেলে মো. জলিল ওরফে সুনিয়া (২২) কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে বীরদর্পে চলে যায়। আশপাশের লোকজন রক্তাক্ত জলিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর