বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ০০:০০ টা

করোনায় উচ্চ ঝুঁকিপূর্ণ ৩৫ জেলায় ব্র্যাকের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ৩৫টি জেলায় মানুষকে সহায়তার উদ্যোগ নিয়েছে ব্র্যাক। উদ্যোগের শুরুতেই জেলাগুলোতে মোট ১ কোটি ৩০ লাখ মাস্ক বিতরণ শুরু হয়েছে। এই কর্মসূচির মূল অর্থায়ন আসছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অনুদান ও ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে। এ ছাড়াও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও দাতা সংস্থা এর সঙ্গে যুক্ত হচ্ছেন, যাদের মধ্যে অস্ট্রেলিয়া সরকার অন্যতম।  নির্বাচিত জেলাসমূহে ৪১টি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এই উদ্যোগে সহযোগী হিসেবে অংশ নিচ্ছে। গত মঙ্গলবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এই ঘোষণা দেন। এ উদ্যোগের মাধ্যমে ওই ৩৫ জেলায় কাজ করবেন ব্র্যাকের ২৭ হাজার ৫০০ কর্মী। ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষোপ্রর ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক মুশফিক মোবারক ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ডা. মোর্শেদা চৌধুরী অনুষ্ঠানে এই উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন।

সর্বশেষ খবর