করোনায় বিপর্যস্ত শিক্ষাকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে ছয় দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানিয়েছে ১০টি শিক্ষক কর্মচারী সংগঠনের জোট স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। বক্তব্যে সাজু বলেন, করোনায় অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব, কিন্তু শিক্ষার যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ করা সম্ভব নয়। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ খাতের বাজেট কমিয়ে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান তিনি। শাহজাহান আলম সাজু সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রণোদনা, বিশেষ বৃত্তি বা অনুদানের ব্যবস্থা করতে হবে। সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ডিভাইস, খাতা কলমসহ অন্যান্য শিক্ষাসামগ্রী প্রদান করতে হবে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিভিন্ন হতাশা, মোবাইল বা ইন্টারনেট আসক্তিসহ বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী এমনকি অনেক অভিভাবকও মানসিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন। তাদের রাষ্ট্রীয় উদ্যোগে স্নায়ু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাঠদানের অনুমতিপ্রাপ্ত সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত এবং অবিলম্বে ঐচ্ছিক বদলি বাস্তবায়ন করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো শতভাগ বোনাস, উৎসব ভাতা, মেডিকেল ভাতা ও বাড়ি ভাড়া প্রদানের ব্যবস্থা করতে হবে। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান নাঈম, অধ্যক্ষ নাসির উদ্দিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
শিক্ষাকে টেকসই ভিত্তি দিতে ছয় দফা স্বাধীনতা শিক্ষক ফেডারেশনের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর