শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

দেশকে প্রদেশে বিভক্ত করার দাবি রবের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আট থেকে নয়টি প্রদেশ স্থাপন করে ‘ফেডারেল রাষ্ট্র’ কাঠামো প্রবর্তন করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। আ স ম রব বলেন, আজ দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা থাকলে এবং স্ব স্ব প্রদেশের প্রয়োজন অনুযায়ী, সিদ্ধান্ত গ্রহণ করলে সারা দেশকে এ অপরিকল্পিত লকডাউন বা শাটডাউনের আওতায় আনতে হতো না এবং কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হতো না।

বিবৃতিতে কয়েকটি দাবি জানান তিনি। এগুলো হচ্ছে- প্রত্যেক প্রদেশে প্রাদেশিক সরকার গঠন করা, প্রত্যেক প্রদেশে ১৫০ সদস্যবিশিষ্ট প্রাদেশিক পরিষদ গঠন এবং তাতে এক-তৃতীয়াংশ শ্রেণি-পেশার প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, প্রতিটি প্রদেশ একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করা।

 প্রতিটি প্রদেশে ‘হাই কোর্ট’ স্থাপন করা, কেন্দ্রে জাতীয় সংসদের ‘উচ্চকক্ষ’ স্থাপন করা এবং তাতে প্রাদেশিক সরকারের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন এবং স্থানীয় সরকার কাঠামোকে কেন্দ্রীয় সরকারের শাখায় পরিণত করা।

সর্বশেষ খবর