বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেশি চলচ্চিত্রের উন্নয়নে ঐক্যবদ্ধ সাংবাদিকরা

বিনোদন প্রতিবেদক

দেশি চলচ্চিত্রের সমৃদ্ধি, উন্নয়ন ও এ শিল্পকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে একমঞ্চে দাঁড়িয়েছেন চলচ্চিত্র সাংবাদিকরা। বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতি প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গতকাল ‘সমমনা চলচ্চিত্র সাংবাদিক’-এর ব্যানারে শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র সাংবাদিকদের মিলনমেলার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে ঐক্যবদ্ধ হন সাংবাদিকরা। চলচ্চিত্র সাংবাদিক ও ‘সমমনা চলচ্চিত্র সাংবাদিক’-এর আহ্বায়ক আহমেদ তেপান্তরের পরিচালনায় অনুষ্ঠানে চলচ্চিত্রশিল্প রক্ষা ও স্বর্ণালি অতীত পুনরুদ্ধারের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন চলচ্চিত্র সাংবাদিক ইমরুল শাহেদ, মোস্তফা মতিহার, মঈন আবদুল্লাহ, দেওয়ান হাবিব, দুলাল খান প্রমুখ।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন চিত্র প্রযোজক আলীমুল্লাহ খোকন, সাবেক জেলার ও প্রযোজক ফরমান আলী, পরিচালক সাঈদুর রহমান সাঈদ, দেলোয়ার জাহান ঝন্টু, কমল সরকার, শাহীন সুমন, মোস্তাফিজুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান মানিক, শাহ আলম মণ্ডল, গাজী মাহবুবসহ অর্ধশতাধিক চিত্রপরিচালক, শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, চিত্রনায়িকা কেয়া, চিত্রনায়ক কায়েস আরজু, চিত্র সাংবাদিক রঞ্জু সরকার, সাজু আহমেদ, আবুল কালাম, আল সামাদ রুবেল প্রমুখ।

সর্বশেষ খবর