শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর চায় জাপা : জি এম কাদের

গাজীপুর প্রতিনিধি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, ‘জাপা শুধু ক্ষমতার মঞ্চের পরিবর্তন চায় না। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধম্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী।’ ‘উন্নয়ন হচ্ছে বলা হলেও সত্যিকার অর্থে দেশ পিছিয়ে যাচ্ছে। এ থেকে উদ্ধার করতে হবে। আর তা শুধু পারবে জাপা।’ গতকাল গাজীপুর মহানগর জাপার উদ্যোগে চান্দনা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর জাপা সভাপতি এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদেল রহমান এমপি, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তার মিয়া, পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন প্রমুখ।

জি এম কাদের আরও বলেন, ‘দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে-আর তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন রিজার্ভের চেয়ে দেনার পরিমাণ বেশি। এ দেনা পরিশোধ করলে আর রিজার্ভ থাকবে না। প্রতি বছর ১০ হাজার মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে। সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই এমন অবস্থা হয়েছে।’ তিনি বলেন, ‘কেউ এখন আর ঋণ দিতে চায় না।’

আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী হিসেবে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিনের নাম ঘোষণা করেন।

সর্বশেষ খবর