রমজানে এবার ছুটি না হওয়ায় হলে অবস্থান করেই রোজা পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। তবে হলের ডাইনিং-ক্যান্টিনে খাবারের দাম ও মান নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা। এ ব্যাপারে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সায়েদা নুসরাত জাহান বলেন, এ বছর রমজানে হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়নি। কেননা শিক্ষার্থীদের কাছ থেকে আমরা অভিযোগ পাই। দাম বাড়লেও সেই তুলনায় সব হলে খাবারের মান বাড়ে না। তাই এই রোজায় দাম একই রেখে খাবারের মান বাড়ানোর কথা বলা হয়েছে। তাছাড়া দ্রব্যমূল্যের কথা বিবেচনা করে গত বছর খাবারের দাম বাড়ানো হয়েছে। এখন সেই তুলনায় খাবারের মান আরও খারাপ হলে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, রোজার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের ডাইনিং-ক্যান্টিনের খাবারের খুবই খারাপ অবস্থা। মোটা চাল, ভাতে গন্ধ ও স্বাদহীন তরকারি। একই ধরনের রান্না সারা মাস চলে। এমন খাবার খেয়ে রোজা পালন দুরূহ হয়ে উঠেছে। অনেকের পরীক্ষা চলছে, তার মধ্যেই আবার রোজা, সব মিলে নিজে রান্না করে খাওয়ার শক্তি ও সময় হয়ে উঠছে না। অনেকের অর্থনৈতিক সমস্যা থাকায় নিজে রান্না করে খেতে পারছেন না। অথচ খাবারের দাম বাড়লেও মান বাড়ছে না। এ ব্যাপারে হল প্রশাসনের কোনো উদ্যোগ নেই। শিক্ষার্থীরা অভিযোগ তুললে তারা শুধু ব্যবস্থার নেওয়ার কথা বলেন। অথচ কার্যকর কোনো পদক্ষেপ দেখি না। তাই দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।