বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক এ চেয়ারম্যান ছাড়াও প্রতিষ্ঠানটির আরও নয় কর্মকর্তা এ মামলার আসামি। গতকাল দুদকের উপপরিচালক মো. আবদুল মাজেদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় উম্মে কুলসুম মান্নান ছাড়াও অন্য আসামিরা হলেন ঋণগ্রহীতা ওয়াহিদ মিয়া ও মিজানুর রহমান এবং বিআইএফসি আরও নয় কর্মকর্তা।
এজাহারে উল্লেখ করা হয়, উম্মে কুলসুম মান্নান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক যোগসাজশে অর্থ আত্মসাৎ করেন। তারা একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে ওয়াহিদ মিয়া ও মিজানুর রহমানের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১৫ কোটি ৫০ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ করে তা আত্মসাৎ করেন। ঋণগ্রহীতা ওয়াহিদ মিয়া ও মিজানুর রহমান বিআইএফসির কর্মকর্তা ও বোর্ড সদস্যদের অন্যায়ভাবে প্রভাবিত করে পৃথক দুই ঋণ চুক্তির মাধ্যমে ১৫ কোটি ৫০ লাখ আত্মসাৎ করেন। এর মাধ্যমে তারা দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন, সুদ-আসলে যার বর্তমান স্থিতি ২১ কেটি ৩১ লাখ ১৫ হাজার ২৫০ টাকা।
এখন পর্যন্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতির অভিযোগে মেজর মান্নান, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১০টি মামলা করেছে দুদক। এই ১০ মামলার মধ্যে দুটি মামলার চার্জশিট দিয়েছে দুদক। বাকি মামলাগুলো রয়েছে তদন্ত পর্যায়ে।