সংযুক্ত আরব আমিরাতের দুইটি বাংলাদেশি স্কুলে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় পরীক্ষা। আবুধাবী বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেট অফিসের তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ওই দুইটি স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা নিয়মিত ও অনিয়মিত মিলে ৭০ জন। ছাত্র ৩৬ ও ছাত্রীর ৩৪ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩৮ ও বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে ৩২ জন। মানবিক বিভাগের কোন শিক্ষার্থী নেই। গতবছর দুইটি স্কুলের মোট পরীক্ষার্থী ছিল ৫১ জন।
আবুধাবী শেখ খলিফা বাংলাদেশ স্কুলে এবার মোট পরিক্ষার্থীর সংখ্যা ৩৯ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩০ ও বাণিজ্যিক বিভাগ থেকে ৯ জন। রাস-আল-খাইমা বাংলাদেশ ইংলিশ স্কুলে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১। গতবছর স্কুলটি থেকে পরীক্ষার্থী ছিল ২০ জন।
বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা