মুক্তিযুদ্ধের নিউক্লিয়াস হিসেবে খ্যাত এবং জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা-রহস্যপুরুষ সিরাজুল আলম খান চিকিৎসার জন্য নিউইয়র্কে গেছেন। শুক্রবার সকালে তিনি জেএফকে বিমানবন্দরে পৌঁছেন।
'দাদা' হিসেবে খ্যাত সিরাজুল আলম খানকে বিমানবন্দরে স্বাগত জানান যুক্তরাষ্ট্র জাসদের নেতা শামসুদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন লিটন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন।
বিমানবন্দরে হাকিকুল ইসলাম খোকন জানান, নিউইয়র্কে দুদিন অবস্থানের পর সোমবার তিনি ভার্জিনিয়ায় যাবেন। সেখানেই তার চিকিৎসার ফলোআপ হবে।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৮/আরাফাত