অস্ট্রেলিয়ায় সিডনি আওয়ামী লীগ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিডনির ওয়ালীপার্ক গ্রামীণ চটপটি রেস্টুরেন্টে সিডনি আওয়ামী লীগ এর সভাপতি গাউসুল আলম শাহজাদার এর সভাপতিত্বে এবং ফুহাদ শিহাবের উপস্থাপনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতে কোরআন তেলোয়াত করেন সিডনি আওয়ামী লীগ এর ধর্মবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এর সভাপতি ব্যারিস্টার সিরাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিডনি আওয়ামী লীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি রতন কুন্ডু। আরো বক্তব্য দেন, আওয়ামী লীগ ক্যানবেরা শাখার সাধারণ সম্পাদক রিপন খন্দকার, অস্ট্রেলিয়া যুবলীগের সহ সভাপতি লাভলী আলম।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকারিয়া আল মামুন, অস্ট্রেলিয়া ছাত্রলীগ এর সভাপতি আমিনুল ইসলাম রুবেল। মোনাজাত পরিচালনা করেন মো. হাবিব হাসান।
বিডি-প্রতিদিন/ ই-জাহান