জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্টজন ও সাধারণ নাগরিকদের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতি, জেদ্দা।
ইফতারের আগে পবিত্র কোরান থেকে তেলোয়ত এবং রোজার গুরুত্ব, ফজিলত সহ রোজা কায়েম করার বিষয়ে কুরান ও হাদিসের আলোকে বয়ান করা হয়। অতঃপর প্রবাসী সমাজ এবং বাংলাদেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
ইফতারের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ ফজলুল কবির ভিকু। সমিতির সাধারণ সম্পাদকের সন্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
বক্তব্য রাখেন, শাখাওয়াত মোল্লা , জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম বাচ্চু , রেফায়েত হোসেন, আসাদুজ্জামান, মোর্শেদ আলম, আবুল খায়ের, রাজু হাবিব, মোস্তফা হাওলাদার, কাজী ইলিয়াস, রবিউল আলম তোতাব, আবু দাউদ, জাহিদ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে, জেদ্দায় সামাজিক সংগঠন বৃহত্তর খুলনা সমিতি কেবল প্রবাসে নয়, স্বদেশেও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখবে, বৃহত্তর খুলনা সমিতির সেবা কার্যক্রম অভ্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় কনস্যুলেটের উর্ধতন কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, বীরমুক্তিযোদ্বা, ডাক্তার, প্রকৌশলী, স্কুলের শিক্ষক, স্কুল পরিচলনা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর