কাতারে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে প্রবাসী হাজারো বাঙ্গালী।
মঙ্গবার সকাল ৫:২৫ মিনিটে মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা স্থানীয় ৩৩৮ টি ঈদগাহ ও মসজিদে সমবেত হন। নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
পরে মুসল্লিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদুল আজহার দ্বিতীয় পর্ব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করেন হাজারো বাঙ্গালী।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন