ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমানে উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার সকাল থেকেই পবিত্র ঈদুল আজহার জামাতে শরীক হতে লাখো মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ওমানের রাজধানী মাস্কাটসহ গোটা ওমান।
রাজধানী মাস্কাটের গালায় অবস্থিত সুলতান কাবুজ গ্রান্ড মসজিদে ওমানিদের পাশাপাশি যথেষ্ট পরিমাণে প্রবাসী বাংলাদেশিদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ওমান প্রবাসী কয়েকজন বাংলাদেশিকে প্রশ্ন করা হয়- ঈদ কেমন কাটছে প্রবাসে? তাদেরই একজনের অত্যন্ত দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল দেখুন প্রবাসে ঈদ মানে নিজের গায়ের পুরোনো জামাটা আরও একবার সেলাই করে কিছু দিন পরার উপযুক্ত করা। আর বেতন পেয়ে'ই বাবা-মা আর পরিবারের জন্য বেতনের পুরো টাকাটা'ই পাঠিয়ে দেয়া; তারপর একটা লম্বা হাঁসি।
এভাবেই কাটে বেশিরভাগ প্রবাসীর ঈদ। তারপরও পরিবার পরিজনদের কাছ থেকে দূরে থেকে বুকে কষ্টের ছাপ এবং নিজের ইচ্ছেগুলোকে প্রতিনিয়ত'ই কোরবানি দিয়ে আর মুখে একটা দীর্ঘ হাঁসির আড়ালেই সুখ খুজে নেয় প্রবাসীরা।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৮/আরাফাত