একাত্তরের চেতনাকে সমুন্নত রেখে সাংস্কৃতিক আন্দোলন জোরদার ও বঙ্গবীর এম এ জি ওসমানীর আদর্শ বাস্তবায়নে বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহার হিরাজিল রেস্তোরাঁয় কাতারে ওসমানী স্মৃতি পরিষদের অভিষেক ও ঈদ পুনমির্লনী অনুষ্ঠিত হয়েছে।
এতে ফকরুল ইসলামকে সভাপতি ও মাওলানা নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া।
সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, রেজাউল করিম রেজু, রিয়াজ তালুকদার, কফিল উদ্দীন, শেখ ফারুক আহমেদ, তাজ উদ্দীন তালুকদার, সিয়াম খান, নাজমুল ইসলাম, ইব্রাহিম তালুকদার, রিমন আহমেদ, আবুল কুদ্দুস সিদ্দিকী প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা