করোনাভাইরাস মহামারী থেকে মানবতার মুক্তি এবং ইতিমধ্যেই মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় মঙ্গলবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ)র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলাকার ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারিরা এতে অংশ নেন।
শুরুতে আহলে বায়াত মসজিদের ইমাম সৈয়দ আনসারুল করিমের নেতৃত্বে মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্য তেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও খ্যাতনামা এটর্নি মঈন চৌধুরী। অতিথিগণের মধ্যে আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্র বিএনপি শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিউনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, চট্টগ্রাম সমিতির অন্যতম সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, সিপিএ সরোয়ারুজ্জামান চৌধুরী, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান প্রমুখ।
ইফতারের আগ মুহূর্তে উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান জেবিবিএর সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, ইফতার মাহফিলের জন্যে গঠিত সাব কমিটির আহবায়ক মো. সেলিম হারুন, সদস্য সচিব মাহমুদ হোসেন বাদশা এবং এম ডি এম রহমান।
বিডি প্রতিদিন/ফারজানা