জার্মানির রাজধানী বার্লিনে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দূতাবাস প্রাঙ্গনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাগতিক দেশে করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করে দূতাবাসের সকল কর্মচারী ও প্রবাসী এবং বিদেশী অতিথিদের উপস্থিতিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মিশন চত্বরে গতকাল রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি, সকলের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রেরিত জাতীয় নেতৃবৃন্দের বাণীসমূহ পাঠ করা হয়। পরবর্তীতে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের রাষ্ট্রদূত পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও বিশিষ্ট গবেষক প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া রচিত 'Gründungsvater, Sozialreformer und Visionär' (ইংরেজি শিরোনাম: 'Founding Father, Social Reformer and Visonary') বইটির মোড়ক উন্মোচন করা হয়। তবে এবারের বিশেষ আকর্ষণ ছিলো আলোচনা অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি অতিথিদের অংশগ্রহণ।
বিশেষ করে দূতাবাসের পক্ষ থেকে আমন্ত্রিত পদার্থবিদ ও এনার্জি বিশেষজ্ঞ অধ্যাপক হার্টমুট বিয়ারভল্প, ঐতিহাসিক ও গণহত্যা গবেষক ড. জুজানে ভিলেম, অনকোলজিস্ট ড. ক্রিস্টিয়ান মাইয়ার, সকলেই তাদের বক্তব্যে বঙ্গবন্ধু, তার জীবন ও কর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা বিষয়ে আলোচনা করেন।
পরবর্তীতে শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে দূতালয় প্রধান আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির