যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে ভিয়েনায়। বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার উদ্যোগে গত রবিবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত এবং ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকাশ ঘোষের সঞ্চালনায় উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরনস্ট গ্রাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়া ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এফা জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন হাওলাদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন ম্যানফ্রেড এনরেটার, সহ-সভাপতি মানিক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর, সাংস্কৃতিক সম্পাদক নূসরাত সুলতানা মিষ্টি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ ঘোষ।
শোক সভার বক্তব্যে সভাপতি রবিন মোহাম্মদ আলী বলেন, ‘স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। কিন্তু তার আদর্শ বাঙালিদের নিরন্তর জাগ্রত ও উজ্জীবিত রেখেছে। এসময় তিনি প্রধানমন্ত্রী ও সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান। আলোচনা সভা শেষে ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক