জমকালো আয়োজনে মহান স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ’ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২' এর আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বি.সি.এফ.)। শুরুতে ১২ টি দলের মধ্যে নকআউট ফর্মুলার খেলাগুলো অনুষ্ঠিত হয়।
এর আগে সেমিফাইনাল প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইলেভেন ওয়ারিয়র্স এবং এফসি প্যারিস। দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মোগলা বাজার এবং ইয়াং স্টার। এফসি প্যারিস ও মোগলা বাজার স্ব স্ব খেলায় জয়লাভ করে ফাইনালে পরস্পরের মুখোমুখি হয় এবং দাপুটে ম্যাচ খেলে টুর্নামেন্ট-২০২২ এর শিরোপা জিতেছে এফসি প্যারিস। রাজধানী প্যারিসের উপকণ্ঠে ববিনী মাঠে অনুষ্ঠিত এ খেলায় তারা মোগলা বাজার ক্লাবকে ৪৭ রানে হারিয়ে শিরোপা জিতে নেয়।
মোগলা বাজার ক্রিকেট ক্লাব বড় স্কোর তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। তারা সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১২৩ রান করতে সক্ষম হয়। ফলে ৪৭ রানের ব্যবধানে হেরে যায় তারা। বিজয়ী দলের আরিফ আহমেদ অলরাউন্ডার পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। ব্যাট হাতে ১৫ বলে ৩৮ রান এবং বল হাতে ৩ ওভারে ৩ উইকেট শিকার করেন তিনি।
বিজয়ী দল ট্রফি এবং ৩০০ ইউরো প্রাইজমানি হিসেবে পুরস্কার লাভ করে। অন্যদিকে, রানার্স আপ দল মোগলা বাজার ট্রফি ও ২০০ ইউরো প্রাইজ মানি পায়। খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মোগলা বাজারের খেলোয়াড় মিজানুর রহমান, তিনি এ টুর্নামেন্টে মোট ১৪৭ রান করেন এবং ৬ উইকেট লাভ করেন।
ফাইনাল খেলায় উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব টিএম রেজা, টুর্নামেন্টের অন্যতম স্পন্সর ইউরোএশিয়া মার্ট এর প্রেসিডেন্ট ড. শামীম আহমেদ, বিডি মার্কেটের স্বত্বাধিকারী আইয়ুব হাসান, বিসিএফ প্রেসিডেন্ট এমডি নুর, ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন, মাসুদ খান জিলানী, আব্দুর রহিম মোল্লা, প্রকাশ বড়ুয়া, আজিজুল হক সুমন, আক্তারুজ্জামান রয়েল, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, নজমুল কবির, বিসিএফ এক্সিকিউটিভ মেম্বার জহিরল রানা, মল্লিক সনি, আশরাফ বাবু ও মাশুক রহমান প্রমুখ।
শত ব্যস্ততার মধ্যেও খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দর্শক। কর্মব্যস্ততার মাঝে ছুটির দিনে দূর প্রবাসে এমন ক্রিকেট উৎসবে মাততে পেরে আনন্দিত প্রবাসী ক্রিকেটাররা। কাজের ফাঁকে খেলাধুলার সাথে যুক্ত থাকতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশি ক্রীড়া সংগঠকরাও।
বিডি প্রতিদিন/হিমেল