সংক্ষিপ্ত সফরে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাতটায় তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সিঙ্গাপুর আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মন্ত্রীও তাদের মাধ্যমে প্রবাসীদের খোঁজখবর নিয়েছেন।
এই সময় উপস্থিত ছিলেন, সিঙ্গাপুর বিজনেস চেম্বারের সহ সভাপতি মনিরুজ্জামান রাহীম, সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলেক হোসেন, সিঙ্গাপুর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক শিমুল গোষ জয়।
এসময় মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দেশে এবং প্রবাসের সকলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের বর্তমান উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থিত সকল নেতা,কর্মীদের আশ্বস্ত করেন প্রবাসীদের যেকোন সমস্যা সরকার খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করবেন। এ বিষয়ে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে জানিয়েন তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল