সারাবাংলা ৮৮, অস্ট্রেলিয়া প্যানেলের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত ২৯ মে (রবিবার) দুপুরে সিডনির পেনরিথের অর্চাডহিল মেসোনিক সেন্টারে এ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। শীতের হালকা আমেজ ও চমৎকার আবহাওয়ায় সুন্দর এই আয়োজনটি ছিল উপভোগ্য।
অস্ট্রেলিয়ায় বসবাসরত সালমা খাতুন, প্রিন্স, আনিসুর রহমান, এএইচএম মামুনুর রাশিদ, রিটা চৌধুরী, মুহাম্মদ হেদায়েতুলকবির, সাগর সালাউদ্দিন, শাকিল আহমেদ ও অন্যান্য বন্ধুদের সহযোগিতায় এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে ও আনন্দ উচ্ছাসের মধ্যে এসএসসি ৮৮ ব্যাচের বন্ধুরা স্বপরিবারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মহিলা ও শিশুদের খেলাধুলার পর অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল