সিডনির মিন্টুস্থ রনমুর কমুনিটি সেন্টারে বৃহস্পতিবার এসএসআই (SSI) এবং মাল্টি কালচারাল কমিউনিটি কানেক্ট (MCCI) এর যৌথ উদ্যোগে ন্যাশনাল ডিসেবিলিটি ইন্সুরেন্স স্কিম (NDIS) বিষয়ে সচেতনতা তৈরিতে একটি তথ্যমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালায় প্রায় পঞ্চাশ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী অংশগ্রহণ করেন। মাল্টি কালচারাল কমিউনিটি কানেক্ট (MCCI) এর প্রেসিডেন্ট আশিকুর রহমান অ্যাশ এর সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন আইএলসি প্রজেক্ট, এসএসআই (SSI) কোঅর্ডিনেটর সুসি ইভ। কর্মশালায় রিসোর্সপার্সন হিসাবে উপস্থিত ছিলেন মার্জ লেট্টা এবং হিমাদ্রি ডেকা।
এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর মাসুদ চৌধুরী, ক্যাম্পবেলটাউন সিটি কাঊন্সিল, রেইনবো ক্রসিং এর চেয়ারপার্সন ব্রান লাউল, মো শফিকুল আলম, সেক্রেটারি, মাল্টি কালচারাল সোসাইটি অফ ক্যাম্পবেলটাউন, আব্দুল জলিল, কায়সার আহমেদ, আব্দুস সোবহান, মিলি ইসলাম, প্রিন্সিপাল বাংলা স্কুল বার্ডিয়া, নিগার সুলতানা, সেক্রেটারি (MCCI) সাহাদাৎ হোসেন, ডা. মোফাজ্জাল হক, তোয়াসিন হাসান, তানজিলা ফেরদৌস, লিন সান্টিয়াগো, শর্মিলা বাস্ট্যাকটি, সেলিনা তানিয়া, উম্মে খাতুন, কামাল পাশা প্রমূখ।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের বিষয়ে নিজেদের মতামত প্রকাশের পাশাপাশি এই ধরনের কর্মশালা আরো বেশি বেশি আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন