বিপুল উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে টরোন্টোয় অনুষ্ঠিত হয়েছে এসসিসি চ্যাম্পিয়নশিপ ফুটবল কাপ-২০২২। গত রবিবার স্থানীয় অক্রিজ মাঠে টরোন্টোর বাঙালি কমিউনিটির শীর্ষ আটটি ফুটবল দল নিয়ে মূল প্রতিযোগিতা শুরু হয়।
স্বাধীন কমিউনিটি কানাডা ইন্ক আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- বাংলা পাড়া ক্লাব, ডেন্টোনিয়া এফ সি, সিলেট ঈগলস, ওয়াটারলু, স্বাধীন এফ সি, সোলজারস, স্নাইপার,স্বাধীন কমিউনিটি কানাডা ইনক এবং মন্ট্রিয়েল।
চারটি করে দল ২ গ্রুপে মোট ১২টি খেলায় অংশগ্রহন করে ৪ দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটা খেলা ছিলো উপভোগ্য এবং মানসম্মত। দর্শকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো। স্থানীয়রা নিজ নিজ ব্যাকইয়ার্ড অথবা ঘাসের উপর বসে পুরো প্রতিযোগিতা উপভোগ করেন ।
সেমিফাইনাল খেলে যে চারটি দল তারা হলো- স্বাধীন এফসি, সোলজার্স, মন্ট্রিয়েল এবং ওয়াটারলু। মন্ট্রিয়েল ২-১ গোলে স্বাধীনকে এবং সোলজার্স উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ওয়াটারলুকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় । ফাইনালের শুরুতেই সোলজার্স আক্রমণাত্মক খেলে এক গোলে এগিয়ে যায় । পরবর্ততে মন্ট্রিয়েল মরিয়া হয়ে চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি । সোলজারস 'এসসিসি চ্যাম্পিয়নশিপ কাপ-২০২২' জিতে নেয়।
খেলা পরিচালনায় আয়োজক সংস্থার সমন্বয়কবৃন্দ ডিরেক্টর দেলওয়ার হোসাইন মিন্টু এবং ডিরেক্টর জুয়েল আহমেদকে সর্বাত্মক সহযোগিতা করেন সংগঠনের ডিরেক্টর ইত্তেজা আহমেদসহ অতিথি আহমেদ নাসিরউদ্দিন, সাদ চৌধুরী, ফয়সল আহমেদ, রাব্বি, দিল আহমেদ, জবরুল ইসলাম, ফয়সল কবির, সৈয়দ সোয়েব,, রিয়াদ, নিসার চৌধুরী, মোঃ আজিজ এবং রায়ান।
এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা দিয়েছেন ব্যারিস্টার জনাব ওমর হাসান আল-জাহিদ, রিয়েল্টর ইনভেস্টর সাব্বির চৌধুরী, ডেভেলপার দেলওয়ার হোসাইন মিন্টু, রিয়েল্টর মাহবুব ওসমানী, রিয়েল্টর শামসুল আলম রিয়াজ, ডেভেলপার নাজমুল জায়গিরদার রানা, সিইও সিএম ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং ফয়সাল আহমেদ এবং সিইও বাংলা মোটরস্ আনোয়ার আহমেদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ