ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশি সোহেল রানা হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ঘেরা এ মানবন্ধন ও প্রতিবাদ মিছিলটি প্লাস দ্য বাস্তিল থেকে শুরু হয়ে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ কমিউনিটির তরুণদের আয়োজনে স্মরণকালের এ বৃহওম প্রতিবাদ সভায় দল-মত নির্বিশেষে হাজারো প্রবাসী অংগ্রহণ করেন এবং ‘জাস্টিজ ফর সোহেল রানা’, ‘উই ওয়ান্ট জাস্টিজ’ ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নেয়। এ সময় বক্তারা দ্রুত সোহেল রানা হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং চুরি-ছিনতাই-হামলা বন্ধে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সোহেল রানার স্ত্রী এবং সন্তানকে দেশে থাকার বৈধতা দেওয়ার ব্যবস্থা নিতে ফ্রান্স কর্তৃপক্ষের কাছেও দাবি জানান প্রবাসীরা।
এ প্রতিবাদ সমাবেশের অন্যতম সমন্বয়ক ও স্তা-মেরির কাউন্সিলর কৌশিক রাব্বানী জানান, বিভিন্ন সময়ে ভিনদেশি দুষ্কৃতকারীরা প্রবাসীদের ওপর হামলা করে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানাতে পারি না। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এবং এ প্রতিবাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।
উল্লেখ্য, সোহেল মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের মো. আজিজুল হক সরকারে ছেলে, গত ২১ মে ভোরে প্যারিসের বাস্তিল এলাকার কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় সোহেল রানার উপর হামলা হয়, পরে চারদিন চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মে তিনি মারা যান ।
সোহেলের মৃত্যুর ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে মামলা করেছেন। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনতে প্যারিসে বাংলাদেশ দূতাবাস গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/শফিক