মেহেরপুর ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল আজম খান চঞ্চলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে সিঙ্গাপুর আওয়ামী লীগ।
গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় স্থানীয় একটি হোটেলে সিঙ্গাপুর আওয়ামী লীগের উপদেষ্টা মনিরুজ্জান রাহিমের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এই শুভেচ্ছা বিনিময় করেন।
সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিঙ্গাপুর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলেক হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়, সহ সভাপতি, মীর মোহাম্মদ মাহবুবুল আলম , জি এম ফরহাদ এবং সাংগঠনিক সম্পাদক ইমাম ব্যাপারি।
এসময় সিঙ্গাপুর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক জেপি তালাশ ,সহ সভাপতি সুমন হাওলাদার,সাংগঠনিক সম্পাদক, সরকার আল আমিন ,শিমুল ঘোষ,ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলামও বক্তবৗ রাখেন।
শফিকুল আজম খান চঞ্চল তার সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রাবাসীদের কাছে তুলে ধরেন এবং বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনের আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহব্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়াও চেয়েছেন তিনি।
আওয়মীলীগের উপদেষ্টা জনাব মনিরুজ্জান রাহিম প্রবাসীদের পক্ষ থেকে পদ্মাসেতুর এবং বাংলদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও দীর্ঘায়ু কামনা করে আলোচনার সমাপ্তি করেন ।
বিডি প্রতিদিন/নাজমুল