প্রবাসী বাংলাদেশি ওমেন্স এসোসিয়েশন আগামী ১৮ জুন (শনিবার) সিডনির ল্যাকাম্বার ইউনাইটিং চার্চে পিঠা উৎসবের আয়োজন করেছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস সুলতানা এবং সাধারন সম্পাদক ফয়জুন নাহার পলি জানান, পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা পিঠা প্রেমীদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখবে।
তারা আরও জানান, আমাদের ঐতিহ্যবাহী পিঠা বিক্রয়ে নারীদের উৎসাহিত করতে এবং তাদের এক দিনের আয়ের উৎস করে দেয়ার জন্যে নামমাত্র মূল্যে স্টল বুকিং দেওয়া হচ্ছে।
অ্যাসোসিয়েশনের সদস্য আমেনা খাতুন, নাসরিন আক্তার, মনোয়ায়া, শারমিন, হাসি, কাকলী, নিলুফা, তাহমিনা জানান, পিঠা উৎসব মূলত নারীদের লুকানো রান্নার প্রতিভার পাশাপাশি তাদের বহির্মুখী করা, আত্মবিশ্বাস অর্জনের মাধ্যমে দক্ষতা ওঅর্থ উপার্জন করতে উৎসাহিত করার প্রয়াস।
বিডি প্রতিদিন/নাজমুল