বিএনপির কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি ও আল নূর কালচারাল সেন্টার কাতারের সমাজকল্যাণ বিভাগের পরিচালক, বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতা পেয়ার মোহাম্মদ আর নেই।
বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় ইউনাইটেড হসপিটালে আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
মৃত্যুর আগে কাতারে দীর্ঘ চার যুগ প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে কাতার প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। পেয়ার মোহাম্মদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার প্রবাসী বন্ধুবান্ধব ও সহকর্মীরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ