২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩২

৫ নভেম্বর থেকে সিডনির লেকেম্বার ইউনাইটিং চার্চ হলে মেলা

অস্ট্রেলিয়া প্রতিনিধি

৫ নভেম্বর থেকে সিডনির লেকেম্বার ইউনাইটিং চার্চ হলে মেলা

আগামী ৫ নভেম্বর (শনিবার) থেকে পরবর্তী চার মাস প্রতি মাসের প্রথম শনিবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সিডনির লেকেম্বার ইউনাইটিং চার্চ হলে অনুষ্ঠিত হবে “বাণিজ্য মেলা”। 

এই  উপলক্ষে গত ১৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় লেকেম্বার গ্রামীন রেস্টুরেন্টে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সদস্যসহ এবং লেকেম্বার স্থানীয় নেতৃবৃন্দগণ। 

মেলার আয়োজক জেজে অপূর্ব এবং নামিদ ফারহান প্রেস  কনফারেন্সে সাংবাদিকদের জানান, এই মেলাটি সিডনীতে অনুষ্ঠিতব্য অন্যান্য মেলা থেকে খানিকটা ভিন্ন কারণ এখানকার বাংলাদেশী কমিউনিটিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এ মেলায় কোনো রকম বরাদ্দকৃত স্টল ফি নেই। শুধুমাত্র কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার জন্য এবং কমিউনিটি ওয়ার্ক হিসাবে কোন স্টল ফি ধার্য করা হয়নি। তবে কিছু সহজ শর্তাবলী প্রযোজ্য আগ্রহীদের জন্য। 

বাণিজ্য পি টি ওয়াই লিমিটেড সিডনীতে বাংলাদেশী কমিউনিটির ক্ষুদ্র ব্যাসায়ীদের স্বার্থে পাঁচ মাসব্যাপী এ মহতী উদ্যোগকে সবাই সাধুবাদ জানায়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর