পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন এই বসন্ত বাঙালিকে করে তোলে ব্যাকুল। ‘বিডি কমিউনিটি হাব, সিডনি’ আজ ২৫ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে তাদের নিজস্ব মিন্টুস্থ সেন্টারে বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন করে।
নারীদের হলুদ শাড়ি ও ছেলেদের হলুদ পাঞ্জাবি এ উৎসবে মাত্রা যোগ করে। এ উৎসবে সবাইকে বিভিন্ন রকমের মুখরোচক দেশীয় খাবার, পিঠা পুলি, কেক, মিষ্টি, পানীয়সহ রাতের খাবার পরিবেশন করা হয়।
বিডি কমিউনিটি হাব, সিডনির সভাপতি আব্দুল খান রতনের স্বাগত বক্তব্যের পর লুৎফুর রহমান টিপুর সঞ্চালনায় বসন্তবরণ ও পিঠা উৎসবে সংগীত পরিবেশন করেন মিঠু স্বপ্ন, ইভানা খালেদ, দীপা ইসলাম, আয়েশা কলি, লুৎফুর রহমান টিপু প্রমুখ।
আয়োজকরা জানান, পিঠা খেতে পছন্দ করেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া দুস্কর। পিঠার সাথে বাঙালির আত্মার সম্পর্ক। এর মধ্য দিয়েই আমরা আমাদের বাঙালিত্বকে খুঁজে পাই। তাই এই প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে ধরে রাখতে বিদেশের মাটিতে পিঠা উৎসবের আয়োজন করেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন