২৬ সেপ্টেম্বর, ২০২২ ১১:১৩

ফোর্থ হংকং ইন্টারন্যাশনাল আর্টস এন্ড কালেকটিবলস এক্সপোতে বাংলাদেশ কনস্যুলেটের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক

ফোর্থ হংকং ইন্টারন্যাশনাল আর্টস এন্ড কালেকটিবলস এক্সপোতে বাংলাদেশ কনস্যুলেটের অংশগ্রহণ

২৩-২৫ সেপ্টেম্বর এশিয়া ওয়ার্ল্ড এক্সপো, হংকং-এ অনুষ্ঠিত ফোর্থ হংকং ইন্টারন্যাশনাল আর্টস এন্ড কালেকটিবলস এক্সপোতে বাংলাদেশ কন্‌স্যুলেট জেনারেল, হংকং অংশগ্রহণ করেছে। বেল্ট এন্ড রোড ন্যাশনাল আর্টস এন্ড কালচার এক্সপো নামেও পরিচিত এক্সপোটি যৌথভাবে আয়োজন করেছে পেপার কমিউনিকেশন এক্সিবিশন সার্ভিস এবং আফ্রিকান জেনারেল চেম্বার অফ কমার্স, হংকং ট্যুরিজম বোর্ড এবং মেরিটাইম সিল্ক রোড সোসাইটি। বাংলাদেশ কন্‌স্যুলেট জেনারেল, হংকংসহ আরও অনেক প্রতিষ্ঠান এক্সপোটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে। 

বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল মিজ্ ইসরাত আরা, হংকং এক্সিকিউটিভ কাউন্সিল এর আহবায়ক এবং মেরিটাইম সিল্করোড সোসাইটির সহ-সভাপতি মিজ্ রেজিনাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ২৩ সেপ্টেম্বর ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। মহামারী পরবর্তী কালীন এই এক্সপো হংকং-এর অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন। হংকং এর ২৫০টি স্বনামধন্য আর্ট গ্যালারী/ প্রতিষ্ঠান, বাংলাদেশ কন্স্যুলেটসহ অন্যান্য কন্স্যুলেট উক্ত এক্সপোতে নিজস্ব বুথের আয়োজন করেছে। ঐতিহ্যবাহী ও আধুনিক শিল্পকর্ম, আন্তর্জাতিক ও স্থানীয় বিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্ম উক্ত এক্সপোতে প্রদর্শন করা হয়। তাছাড়া, কিছু দেশের সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল। বাংলাদেশের চিত্রশিল্পীদের চিত্রকর্ম ছাড়াও বাংলাদেশের নকশীকাঁথা, পিতলের সামগ্রী বাংলাদেশের বুথে প্রদর্শন করা হয়, যা এক্সপোতে আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আগত দর্শনার্থীদেরকে কন্স্যুলেটের পক্ষ থেকে “বাংলাদেশী চা” উপহার হিসেবে প্রদান করা হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর