সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
তিনি বলেছেন...

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে মাইক দিয়ে ডাকুন

পড়শী, কণ্ঠশিল্পী

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে মাইক দিয়ে ডাকুন

পাড়া-পড়শিদের নিমন্ত্রণ করে নিজে রান্না করে আপ্যায়ন করেন?

— দাওয়াত যেহেতু দেই, আপ্যায়ন তো করাবোই। তবে নিজে রান্না করি না। আম্মুকে দিয়ে রান্না করে খাওয়াই।

 

রকমারি রম্য সম্পর্কে আপনার ধারণা কী?

— খুব ভালো। সেখানে প্রকাশিত সবগুলো কবিতাই আমি গভীর মনোযোগ দিয়ে নিয়মিত পড়ি!

 

একটি রবীন্দ্রসংগীত আছে— যদি তোর ডাক শুনে কেউ না আসে... তখন কী করবেন?

— ডাক শুনে আসবে না মানে! না আসলে মাইক দিয়ে ডাকা শুরু করব।

 

যে প্রশ্ন আপনার শুনলে ভীষণ হাসি পায়?

— পৃথিবীটা জাম্বুরার মতো গোলাকার না গেণ্ডারির (আঁখ) মতো লম্বাকৃতির?

 

এখন যৌবন যার...

— বাসের জন্য অপেক্ষা না করে পায়ে হেঁটে বাসায় ফেরার শ্রেষ্ঠ সময় তার।

 

ছোটবেলার একটা মজার অভিজ্ঞতা বলুন, যেটা শুনলে হাসি নাও আসতে পারে

— একবার লুকিয়ে লুকিয়ে সুন্দর মতো সেভ করে ফেলি। নানু রুমে এসে দেখে আমার গাল কেটে রক্ত পড়ছে। ভয়ে আমি কিছু বলিনি।

 

যারা পড়শীর প্রেমে পড়তে চায় তাদের জন্য আপনার মন্তব্য কী?

— তারা যেন দয়া করে আমার ওপর আরও বেশি প্রেমে পড়েন।

 

কারণটা কী?

— কারণটা হলো পাবনা পাগলা গারদ বুকিং দিতে হবে তো। না হলে ক্রাশ খেলে রাখবে কোথায়।

 

আপনি কখনো কারও প্রেমে পড়েছেন?

— ক্যান্ডি ক্রাশের ওপর অনেকবার ক্রাশ খেয়েছি। প্রতিনিয়ত খেয়েই চলছি।

 

কখনো আমি কল্পনাও করতে পারিনি?

— সে ধারের টাকাটা সবার সামনেই চাইবে!

 

যাহা বলিতে চান?

— আমাকে কিছু টাকা ধার দিন। বিশ্বাস করুন সময়মতো পরিশোধ করব।

 

অবসরে কী করেন?

বেশি বেশি মুভি দেখি। আমার মুভি দেখার সময় রাত একটা।

 

আপনার বন্ধুদের সঙ্গে কেমন সময় কাটান?

— আমার তো কোনো বন্ধু নাই! আম্মু আর ভাইয়া আমার কাছের বন্ধু।

     ইন্টারভিউ : ফরিদুল ইসলাম নির্জন

সর্বশেষ খবর