সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছেলেদের বন্ধু আর মেয়েদের বান্ধবীর মধ্যে কিছু পার্থক্য

ছেলেদের বন্ধু আর মেয়েদের বান্ধবীর মধ্যে কিছু পার্থক্য

 নিজের বন্ধুর প্রেম করানোর জন্য ছেলেরা আপ্রাণ চেষ্টা করে কিন্তু মেয়েরা? চেষ্টা তো করেই না, কেউ কেউ উল্টো প্যাঁচ লাগিয়ে দেয়।

 

 প্রেম হয়ে গেলে আরেক কাহিনী। তখন আবার দেখা যায় মেয়েরা বান্ধবীর প্রেমিকের কাছ থেকে চান্স পাইলেই কেমনে খাওয়া যায় তাতে ব্যস্ত হয়ে পড়ে।

 

 ছেলেরা কোনো মেয়েকে পছন্দ করলে সে তার বন্ধুদের সব থেকে আগে বলে কিন্তু মেয়েরা কোনো ছেলেকে পছন্দ করলে বান্ধবীদের সে বলে না। মনে হয় ভয় পায়, বান্ধবী নিজেই যদি ওই ছেলেকে পটিয়ে ফেলে!

 

 ছেলেরা বন্ধুর প্রেমিকা সম্পর্কে খারাপ কিছু জানলেও এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। আর মেয়ের বান্ধবীরা বলে, কেটে পড়!

 

 সম্পর্ক ভেঙে গেলে ছেলেরা বলে, দোস্ত এটা কোনো ব্যাপার না... সব ঠিক হয়ে যাবে। আর মেয়েরা বলে, আমি আগেই জানতাম ও তোকে ছেড়ে চলে যাবে। (উল্লেখ্য, তার নিজের প্রেমিকও চলে গেছে।)

 সম্পর্ক জোড়া লাগানোর জন্য ছেলের বন্ধুরা মেয়ের কাছে রিকোয়েস্ট করতে দ্বিধাবোধ করে না। আর মেয়ের বান্ধবীরা বলে, যে যাওয়ার সে গেছে। পেছনে তাকিয়ে লাভ নেই।

 

 মেয়ের কোনো ছেলেকে তার বন্ধুর সম্পর্কে জানতে চাইলে খারাপ কিছু থাকলেও অনেকটা চেপে যায়। মেয়ের বান্ধবীরা আগে ছেলের খারাপটা বলে নেয়।

 

 লেখা : অর্পণ দাশগুপ্ত,

শ্যামলী, ঢাকা

সর্বশেষ খবর