শিরোনাম
সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

বেকার লাবিবের বাসায় চোর ঢুকল। হঠাৎ চোর আর লাবিব মুখোমুখি হয়ে গেল।

চোর : টাকা পয়সা, গয়না যা আছে সব দিয়ে দাও।

লাবিব : তিন বছর ধরে আমিও খুঁজছি। চল এক সঙ্গে খুঁজি।

> সংগ্রহ : আনজুম ইফতিখার, দশম শ্রেণি, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখা।

এক লোক জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লেন।

জাদুঘরের কর্মী : হায়! হায়! কী করছেন কী? এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার।

লোক : ভাই, একটু বসতে দিন, সিরাজ ভাই এলেই উঠে যাব।

>  সংগ্রহ :  রামিসা জামিল, বাড্ডা, ঢাকা।

লোক : এই দোকানের নাম কী?

দোকানদার : কী প্রয়োজন।

লোক : এমনি, নামটা কী? দোকানদার : বললাম তো, কী প্রয়োজন।

লোক : আপনি তো ফাজিল লোক।

দোকানদার : আরে ভাই, চ্যাতেন কেন? দোকানের নামই তো ‘কী প্রয়োজন!’

>  সংগ্রহ : মাহিয়া আহমেদ মিশরী, দশম শ্রেণি,  গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা, পটুয়াখালী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর