শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সোহরাব পাশা

নিদ্রিত জ্যোৎস্নার পিয়ানো

নিষিদ্ধ হাওয়ার তরঙ্গ ওঠে

অগ্নির লাবণ্য ফোটে

অন্ধকারে

চাঁপাফুলের গন্ধ পুরনো চিঠি

তুমি অন্য কারো গল্প

অন্য চোখে হাসির কোলাজ

সারা রাত রবীন্দ্রসংগীত

নিবিড় বৃষ্টির ভোর

অশ্রান্তি নির্জন

ভুলে গেছো অনিদ্র জানালা

রাত্রির কম্পিত ঠোঁট

সহমর্মী আঙুলের ভাষা

                অল্প অল্প দীর্ঘশ্বাস

নুয়ে পড়া নদীর উচ্ছ্বাস

অন্য চোখ ফোটে।

সর্বশেষ খবর