একদা আমার পৃথিবীকে
প্রদক্ষিণ করতো চাঁদ।
মানুষ যাকে পূর্ণচন্দ্র বলে।
এখন পূর্ণচন্দ্রের বদলে
পৃথিবীকে প্রদক্ষিণ করে
তোমার বৃত্তপুষ্পস্তন।
তোমার স্তনের কেন্দ্রস্থিত
বোঁটাটিকে “আমি” ভেবে
আমি কী যে আনন্দ পাই,
সে আমার ঈশ্বর জানেন।
সুভদ্রা, তোমার স্তনের চেয়ে
মনুষ্যকল্পিত স্বর্গ কি সুন্দর?
আমার তা বিশ্বাসই হয় না।
অবশ্য সন্দেহ থাকা ভালো।
এরই নাম নাকি শিল্প।
হা ঈশ্বর, মূর্খরা যে কী বলে!