নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এজি৬০০’ উভচর বিমানের ন্যূনতম উড্ডয়ন গতি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে চীন। শুক্রবার উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ফুছেংয়ে এ পরীক্ষা হয়। চীনভিত্তিক সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
এই পরীক্ষায় বিমানের পেছনের অংশ ভূমিতে স্পর্শ করানো হয়, তারপর যত কম গতিতে উড্ডয়ন করা সম্ভব তা নির্ধারণ করা হয়। পরীক্ষায় একটি বিমান কত কম গতিতে টেকঅফ করতে পারে সেটাও নির্ধারণ করে। বিশেষ করে কার্গো বিমানের ক্ষেত্রে, কম গতিতে উড়তে পারার সক্ষমতা জরুরি বিষয়।
এছাড়া পরবর্তী উড্ডয়নগুলো নিরাপদ এবং অনুমোদিত হবে কিনা তা এই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে।বিডি প্রতিদিন/মুসা