বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সি পরে আজই প্রথমবারের মতো নামছেন মেসি। ঘরের মাঠে বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে পানামার। বিশ্বজয়ের পর ঘরের মাঠে প্রথম ম্যাচ বলেই উন্মাদনাটা চোখে পড়ার মতো। দিনটি হতে পারে মেসিরই। এক ম্যাচে দুই রেকর্ড গড়ার সামনে এই কিংবদন্তি। আজ ১ গোল করলেই ক্যারিয়ারে ৮০০ গোলের মালিক হবেন। আর জোড়া গোল করলে জাতীয় দলের হয়ে ১০০ গোল গড়ার কীর্তিও গড়বেন।