তিন দিনেই আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা। গল টেস্টে স্বাগতিকরা জয় তুলে নিল ইনিংস ও ২৮০ রানে। টেস্টে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড এটি। অন্যদিকে সফরকারী দল আয়ারল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার রেকর্ডও।
এই টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৯১ রান করে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। পাহাড় টপকাতে নেমে আইরিশরা তাদের প্রথম ইনিংসে ১৪৩ রানেই গুটিয়ে যায়। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৮ রানের বেশি করতে পারেনি। দুই ইনিংস মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা প্রবাথ জয়াসুরিয়া। তবে দাপুটে জয়ের পরও আইরিশদের প্রশংসা করেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারতে। তিনি বলেন, ‘এ ফরম্যাটে আয়ারল্যান্ড নতুন দল। তাদের আরও অনেক কিছু শিখতে হবে। তবে আর দলটা খুবই ভালো হবে। আমার কাছে মনে হয়েছে, বেশ সম্ভাবনাময় একটি দল আয়ারল্যান্ড।’