আশিকুর রহমান শিবলি হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরি করেন চার ও ছক্কা মেরে। বাংলাদেশ ইমার্জিং দলের ওপেনার শিবলি হাফ সেঞ্চুরি করেন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের অফ স্পিনার শেপো এনটুলিকে স্কয়ারকাটে বাউন্ডারি মেরে। এরপর সেঞ্চুরিও করেন একই স্পিনার এনটুলিকে ছক্কা মেরে। ৯৮ রানে দাঁড়িয়ে অপরাপর ব্যাটাররা যখন নার্ভাস থাকেন, তখন শিবলি অনায়াশে এনটুলিকে লং অফের সীমানার বাইরে আছড়ে ফেলেন। ওই ছক্কায় ৯৮ থেকে পৌঁছে যান ১০৪ রানে। অবশ্য এরপর খুব বেশি সময় স্থায়ী হয়নি তার ইনিংসটি। ওই রানেই ফেরেন সাজঘরে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এখন চার দিনের বেসরকারি টেস্ট খেলছে। চট্টগ্রাম ফ্লাইট লে. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন বৃষ্টি বাধায় পড়ে। খেলা হয়েছে মাত্র ৭০ ওভার। শিবলির সেঞ্চুরিতে স্বাগতিক ইমার্জিং দল ৪ উইকেটে ২৩৩ রান করে। রান আউট হওয়ার আগে এ ওপেনার ১০৪ রানের ইনিংস খেলেন। তিনি বাউন্ডারি মারেন ১৬টি ও ছক্কা ১টি। এনটুলির এক ওভারে তিনি চার চার ও এক ছক্কা মারেন। শিবলী যুব এশিয়া কাপেও সেঞ্চুরি করেছিলেন।
চার দিনের ম্যাচে স্বাগতিক ইমার্জিং দলকে নেতৃত্ব দিচ্ছেন ৬ টেস্ট খেলা শাহাদত হোসেন দীপু। ছন্দ হারিয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েন। এখন আবার নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। জাতীয় দলের হয়ে ৬ টেস্টে রান করেছেন ১৯০। এখন সফরকারী প্রোটিয়া ইমার্জিং দলের বিপক্ষে খেলছেন। ব্যাট করছেন ৪২ রানে। তার সঙ্গে অপরাজিত রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার প্রিতম ৫৯ বলে ৩১ রান নিয়ে। সফরকারীদের পক্ষে ১টি করে উইকেট নেন মাইকেল ফন ফুরেন, ইনোসেন্ট তুলি ও অস্টিন সিমেলানে।.
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইমার্জিং দল
২৩৩/৪, ৭০ ওভার (শিবলি ১০৪, রিজওয়ান ১২, আইচ ২৪, শাহাদাত ৪২*, আরিফুল ৩, প্রিতম ৩১*; ফন ফুরেন ১১-২-৪২-১, মোকোয়েনা ১০-৩-২৯-০, ফরেস্টার ৯-১-২৪-০, এনটুলি ২১-২-৮০-১, সিমেলানে ৯-১-২১-১, মোগাকানে ৪-১-১৩-০, ফন হিয়ারডিন ৬-০-১৬-০)।