গেরেথ বেলে, করিম বেনজেমা, জেমস রদ্রিগেজ এবং টনি ক্রুজ সবাই দলে ছিলেন। বাইরে ছিলেন কেবল ইনজুরি আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনালদো। তাতেই অর্ধেক শক্তি কমে গেল কার্লো আনসেলত্তির! রিয়াল সুসিদাদের মতো দলের কাছে হারতে হলো ৪-২ গোলে! অথচ ম্যাচের প্রথম ১১ মিনিটেই সার্জিও রামোস এবং গেরেথ বেলে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে। কে ভেবেছিল ম্যাচ শেষে স্কোরলাইনটা অবিশ্বাস্যভাবে ৪-২ হবে! স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় ম্যাচেই এমনভাবে বিধ্বস্ত হলো গ্যালাকটিকো ক্লাব রিয়াল মাদ্রিদ।
লস ব্ল্যাঙ্কোসদের এমন বেদনার রাতে জয় পেয়েছে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। কাতালানরা গত রবিবার ভিলারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে। মেসির সহায়তায় গোল করেছেন অভিষিক্ত স্প্যানিশ স্ট্রাইকার স্যান্ড্রো রামিরেজ। তবে বার্সা ভক্তদের জন্য তার চেয়েও বড় সুখবর ছিল, ইনজুরি আক্রান্ত নেইমারের মাঠে ফিরে আসা। ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন ব্রাজিলিয়ান এ তরুণ তারকা। ভিলারিয়ালের বিপক্ষে এ জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। ৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান ১০ নম্বরে! চার পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। 'যা হলো তা খুবই অস্বাভাবিক। বিশেষ করে প্রথম ১৫ মিনিট পর। এরপর পুরো ম্যাচটাই ছিল আমাদের জন্য নেতিবাচক। প্রতিটি ক্ষেত্রেই আমরা বিধ্বস্ত হয়েছি।' রিয়াল সুসিদাদের কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর বলছিলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। 'আমরা এমনভাবে একটা ম্যাচে পরাজিত হতে পারি না। আমাদেরকে এখন সমালোচনা সহ্য করতে হবে। আর আজকের (রবিবার) ম্যাচ থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে হবে।' রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে জেমস রদ্রিগেজ এবং টনি ক্রুজকে দলে আনলেও বিদায় জানিয়েছে গত মৌসুমের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়াকে। দলছুট হয়েছেন জাভি আলোনসোও। নতুন দলে তারকার অভাব না থাকলেও রোনালদোর উপরই যেন সব দায়িত্ব বর্তেছে। রিয়াল সুসিদাদের বিপক্ষে ম্যাচে বিপর্যয় একটা উদাহরণ মাত্র!
এদিকে বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিকের জয়রথ ছুটছেই। টানা দুই ম্যাচে বার্সেলোনার গোলবার থাকলো অক্ষত। এনরিক বলছেন, 'আমি দলের আত্দবিশ্বাস দেখে মুগ্ধ।' গত ম্যাচে ১-০ গোলে জিতলেও শিষ্যদের উপর সন্তুষ্ট লুইস এনরিক।