ওভার বাউন্ডারি মারলে এবার ছয় রানের পরিবর্তে আট রান পাওয়ার নতুন নিয়ম চালু করতে যাাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান আমেরিকান টি-২০ লিগের প্রধান জয়সূর্য বেসবলের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এই নিয়ম চালু করার কথাই ভাবছেন।
ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে কী করা যায়, যুক্তরাষ্ট্রে পরিচালিত এমন একটি সমীক্ষায় দেখা গেছে দেশের অধিকাংশ মানুষ নাকি স্ট্যান্ডে বসে বল ক্যাচ নিতে বেশি ভালবাসেন। অর্থাৎ আর পাঁচটা ক্রিকেটপ্রেমীর মতো তারাও ওভার বাউন্ডারি দেখতেই বেশি ভালবাসেন।
তাই আপাতত ঠিক হয়েছে ব্যাটসম্যানরা যদি বড় শট মারেন তাহলে ছয়ের বদলে পাওয়া যাবে আট রান। অর্থাৎ ৮০ মিটারের বেশি দূরত্বে শট মারলে তাতে দু’রান অতিরিক্ত পাবেন ব্যাটসম্যানরা। ওভার বাউন্ডারিসহ আরও একাধিক বিষয় বদলের চিন্তাভাবনা করা হচ্ছে। এখন দেখার মার্কিন মুলুকে এই লিগ চালু হলে ঠিক কতটা জনপ্রিয় হয় ক্রিকেট।