ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা অ্যান্ডি মারে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ছিলেন। স্বাধীনতার প্রশ্নে গতকাল অনুষ্ঠিত গণভোটের বিষয়টি অনেকটা কৌশলে এড়িয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত পারেননি তিনি। গতকাল গণভোট শুরুর কিছু সময় পূর্বে টুইটারে এক বার্তায় স্বাধীনতার পক্ষে নিজের মতের কথা জানান তিনি। এর আগে সদ্য সমাপ্ত ইউএস ওপেনে স্কটল্যান্ড স্বাধীন হলে দেশটির পক্ষেই খেলবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন মারে। খবর দ্য হিন্দু অনলাইনের
২৭ বছর বয়সী মারে স্কটল্যান্ডের ডানব্লেইনে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেন। কিন্তু বর্তমানে তিনি ব্রিটেনেই বসবাস করছেন। মারে স্কটল্যান্ডের হাই-প্রোফাইল ব্যক্তিদের একজন। তবে গণভোটে ভোট দেওয়ার যোগ্য ছিলেন না তিনি।
৭৭ বছর পর কোনো ব্রিটিশ খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো উইম্বলডনের পুরুষ এককে শিরোপা জিতেছিলেন মারে। তার এ জয় পুরো ব্রিটেনজুড়ে উদযাপিত হয়েছিল। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রিটেনের পক্ষে স্বর্ণও জিতেছিলেন তিনি।
২০১৩ উইম্বলডন পুরুষ এককের ফাইনালে মারে জয়ী হওয়ায় অল ইংল্যান্ড ক্লাবের রয়্যাল বক্সে স্কটিশ পতাকা উড়িয়েছিলেন দেশটির ফার্স্ট মিনিস্টার আলেক্স সালমন্ড। এ ঘটনার প্রেক্ষিতে নিজের জাতীয়তা নিয়ে কথা বলেছিলেন ব্রিটিশ এ টেনিস তারকা। মারে তখন বলেছিলেন, 'আমি স্কটিশ হিসেবে গর্বিত কিন্তু আমি ব্রিটিশ হিসেবেও গর্বিত। আমি মনে করি না এতে কোনো দ্বন্দ্ব আছে।'
এদিকে, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে মত দেওয়ায় ব্রিটেনে মারেকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে। কেউ কেউ তাকে বিশ্বাসঘাতক বলেও আখ্যায়িত করেছেন। এখন স্কটিশরা যেহেতু স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছে সেহেতু মারের ব্রিটিশ টেনিস ভক্তরা তাকে নিয়ে কি অবস্থান নেন সেটা সময়ই হয়তো বলে দেবে।